অনেকের প্রশ্ন রয়েছে যে google মিটে মিটিং করার সময় present now বাটনে ক্লিক করলে কোন অ্যাপটি দেখা যাবে না। google মিট অনলাইনে মিটিং করার জন্য সেরা একটি মাধ্যম। বর্তমান সময়ে অনেকেই গুগল ম্যাপ ব্যবহার করে থাকেন। যারা নতুন অবস্থায় গুগল মিনিট ব্যবহার করেন তারা অনেকেই গুগল মিট ব্যবহার নিয়ে প্রথম অবস্থায় একটু ঝামেলায় পড়ে থাকেন।
google মিটে প্রেজেন্ট নাও বাটনে ক্লিক করলে your entire screen অর্থাৎ সম্পূর্ণ স্কিন দেখার অপশনটি আসবে। A window নির্দিষ্ট একটি উইন্ডো শেয়ার করার অপশন আসবে। তাছাড়া কেউ যদি A chrome tab অপশনে ক্লিক করে তাহলে Chrome এর একটি নির্দিষ্ট ট্যাব শেয়ার করার অপশন আসবে।
তবে গুগল মিটের present now বাটনে ক্লিক করলে দেখা যাবে না camera only অপশনটি। এই অপশনটি শুধুমাত্র ক্যামেরা ফিড শেয়ার করার জন্য আলাদাভাবে উপলব্ধ করা হয়নি।