কত রতিতে এক আনা হয় এই নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। আজকের পোস্টে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করা হয়েছে। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক।
ভরির ক্ষুদ্রতম একক হচ্ছে রতি। তাই সেই দিক থেকে হিসাব করলে ছয় রতি সম ওজনে এক আনা হয়। আর ষোল আনাতে এক ভরি হয় । যদি এখানে আন্তর্জাতিক হিসাব করা হয় তাহলে ১ ভরি সমান ১১.৬৬ গ্রাম হবে।
১ রতি সমান কত পয়েন্ট
এক রতি সমান কত পয়েন্ট এটা না জানার কারণে অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকেন। ১ রতি সমান দশ পয়েন্ট ধরা হয়ে থাকে।
১০০ গ্রাম স্বর্ণ কত ভরি
১০০ গ্রাম স্বর্ণতে কত ভরি হয় এটা জানাও খুবই জরুরী। ১০০ গ্রাম স্বর্ণ সমান ৮.৫৭ ভরি।