পুর কৌশল কি ও জানুন পুর কৌশলের প্রধান কয়েকটি ক্ষেত্র রয়েছে

পুর কৌশল কি


পুর কৌশল কি এই বিষয়ে অনেকের ধারণা নেই। পুর কৌশল হলো সাধারনত প্রকৌশলের একটি শাখা যা সাধারণত প্রকৃতির বিভিন্ন উপাদান বা সম্পদ ব্যবহার করে মানব কল্যাণের স্থাপত্য নির্মাণ নকশা রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের সাথে অনেকটা সম্পর্কিত। তাছাড়া পুরকৌশল হলো মানব সভ্যতার প্রাচীনতম প্রকৌশল শাখা গুলোর মধ্যে একটি ও এর মূল লক্ষ্য হলো মানুষের বসবাস কাজ ও অবকাঠামোর জন্য টেকসই ও নিরাপদ স্থাপনা তৈরি করে দেওয়া। 



পুরকৌশলের প্রধান কয়েকটি ক্ষেত্র রয়েছে। নিচে এই বিষয়ে আলোচনা করা হলো:-



১. স্থাপত্য প্রকৌশল: সেতু টাওয়ার ভবন ও অন্যান্য স্থাপনার নকশা নির্মাণ করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। 


২. জল সম্পদ প্রকৌশল: জনসম্পদ প্রকৌশলের মধ্যে পড়ে নদী ব্যবস্থাপনা, সেচ প্রকল্প, বাধ নির্মাণ ইত্যাদি। 


৩. পরিবহন প্রকৌশল: পরিবহন প্রকৌশল এর মধ্যে পড়ে রাস্তা নির্মাণ, রেলপথ ও বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা ও নকশা ডিজাইন। 


৪. ভূ প্রকৌশল: এই প্রকৌশলের মধ্যে পড়ে মাটি ও শিলার বিশ্লেষণ গবেষণা করে ভূমি সম্পর্কিত সমস্যার সমাধান করা। 


৫. পরিবেশ প্রকৌশল: পানি শোধন, বজ্র ব্যবস্থাপনা, বালুর বায়ু দূষণ নিয়ন্ত্রণ ইত্যাদির মধ্যে পরিবেশ প্রকৌশল পড়ে। 


শেষ কথা, আশা করি ইতিমধ্যে পুরকৌশল কি ও পুরকৌশল কয়েকটি ক্ষেত্র রয়েছে এই বিষয়ে মোটামুটি ধারণা পেয়ে গিয়েছেন। তারপরও যদি এই নিয়ে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

Musik

Bisnis