অনেকেই প্রশ্ন করে থাকেন যে সাড়ে সাত তোলা স্বর্ণ সমান কত ভরি। ১ ভরি সমান ১ তোলা। অর্থাৎ ভরিকেই তোলা বলা হয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে সাড়ে সাত তলা স্বর্ণ সমান ৭.৫ তোলা। যেহেতু এক ভরি সমান এক তোলা হচ্ছে তাই সাড়ে সাত তোলা স্বর্ণ সমান ৭.৫ ভরি হবে। যদি এখানে সাড়ে পাঁচ তলা স্বর্ণ হতো তাহলে ৫.৫ ভরি হতো। আশা করি ইতিমধ্যে সাড়ে সাত তলা স্বর্ণ সমান কত ভরি এই বিষয়ে সুস্পষ্ট ধারণা পেয়ে গিয়েছেন।