মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর শক্তিশালী দেশগুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে। সারা বিশ্বে যেখানে যা কিছুই হোক না কেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিবৃতি সেটা নিয়ে থাকবেই। মার্কিন যুক্তরাষ্ট্র যেমন সারা বিশ্বে শক্তিশালী একটি দেশ তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও খুবই ক্ষমতাশালী হয়ে থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শুধু দেশের রাষ্ট্রপ্রধান নন, তিনি হচ্ছে আমেরিকার শাসন বিভাগের প্রকৃত কর্ণধার।
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা প্রেসিডেন্ট একই সঙ্গে সাংবিধানিক, রাজনৈতিক ও নির্বাহী ক্ষমতার অধিকারী। অর্থাৎ তিনি একই সাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাজ পরিচালনা করতে পারেন। অন্যান্য দেশে যেমন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাজ আলাদা মার্কিন যুক্তরাষ্ট্রে বিষয়টা ভিন্ন। যেমন বাংলাদেশে রাষ্ট্রপতির থেকে প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এটি হয় না। পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে মার্কিন রাষ্ট্রপতির ন্যায় ক্ষমতাসম্পন্ন কোন রাষ্ট্রপতি দেখা যায় না।
মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা কি কি
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা কেমন বা প্রেসিডেন্ট কোন কোন ক্ষেত্রে ক্ষমতা প্রয়োগ করতে পারে এ বিষয়ে অবশ্যই সঠিক ধারণা অনেকের নেই৷ মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। যেমন:-
১. শাসন বিভাগীয় ক্ষমতা
২. আইন বিভাগীয় ক্ষমতা ও
৩. বিচার বিভাগীয় ক্ষমতা
প্রথমে আমরা আলোচনা করবো শাসন বিভাগীয় ক্ষমতা নিয়ে,
১.শাসন বিভাগীয় ক্ষমতা
মার্কিন সংবিধানের দুই থেকে এক ধারা অনুসারে শাসন সংক্রান্ত সকল কিছু রাষ্ট্রপতির হাতে রয়েছে। এই ক্ষমতার মধ্যে রাষ্ট্রপতি যেসকল কাজ করতে পারবে:-
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব হলো প্রশাসনিক কাঠামোর বিন্যাস করা ও শাসন বিভাগীয় নীতি নির্ধারণ ও তা কার্যকর করা। তাছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা একজন রাষ্ট্রপতি আন্তর্জাতিক চুক্তি সহ প্রশাসনিক আদেশ সহ কংগ্রেস প্রণীত আইন জারি করতে পারবেন।
নিয়োগ ক্ষমতা সঠিকভাবে ব্যবহার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। সিনেটের অনুমোদন সাপেক্ষে প্রেসিডেন্ট বিচারক, বাণিজ্যিক প্রতিনিধি কূটনৈতিক নিয়োগ দিয়ে থাকেন। তাছাড়া একজন প্রেসিডেন্ট নিম্ন পদস্থ কর্মচারীদের খুব সহজেই সিনেটের অনুমতি ছাড়াই নিয়োগ দিতে পারেন।
সামরিক ক্ষমতা প্রয়োগ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দেশের সামরিক বাহিনীকে আদেশ দিতে পারেন। অর্থাৎ তার মতামতের ভিত্তিতে দেশের সশস্ত্র বাহিনী যুদ্ধকালীন কৌশল নির্ধারণ করে থাকে। তাছাড়া তিনি সশস্ত্র বাহিনীর সৈনিকদের নিয়োগ ও বরখাস্ত করার ক্ষমতার অধিকারী। তিনি চাইলে সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলতে পারেন এবং সে কোন দেশের সাথে সঠিক কারণ সাপেক্ষে যুদ্ধের আদেশ দিতে পারেন।
যুদ্ধকালীন বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন
মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধকালীন বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ তিনি সামরিক বাহিনীকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন এবং কি কি করতে হবে সব বলে দিতে পারবেন। সহজ ভাবে বলতে গেলে তিনি সৈন্যের সংখ্যা বৃদ্ধি, কৌশল নির্ধারণ ও অস্ত্র প্রয়োগের সিদ্ধান্ত গ্রহণে একক অক্ষমতার অধিকারী একজন ব্যক্তি।
কূটনৈতিক ক্ষমতা ও বৈদেশিক নীতি নির্ধারণ
একজন মার্কিন প্রেসিডেন্ট হচ্ছে বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্বকারী। প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে রাষ্ট্রদূত নিয়োগ সহ বৈদেশিক বিভিন্ন চুক্তি সম্পাদন করা হয়। তাছাড়া অন্যান্য দেশের রাষ্ট্রদূতদের স্বীকৃত ও তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার কাজও একজন প্রেসিডেন্টের।
এবার জানানো হবে আইন বিভাগীয় ক্ষমতার মধ্যে একজন মার্কিন প্রেসিডেন্ট কি কি করতে পারে সেই বিষয়ে।
২. আইন বিভাগীয় ক্ষমতা
একজন রাষ্ট্রপতি আইন প্রণয়ন ও তা কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রাষ্ট্রপতিকে গুরুত্বপূর্ণ এই ক্ষমতা দেওয়া হয়ে থাকে:-
অধিবেশন আহ্বান ও ভাঙ্গার ক্ষমতা গ্রহণ করতে পারেন
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি কংগ্রেসের অধিবেশন আহবান করতে পারেন। তাছাড়া তিনি যদি মনে করেন তাহলে প্রয়োজনের সময় বিশেষ অধিবেশন ডেকে আইনসভা কার্যক্রম বা পরিচালনা করতে পারেন।
বিশেষ ভেটো ক্ষমতা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কংগ্রেসে প্রণীত যেকোনো বিল অনুমোদনে অস্বীকৃতি জানিয়ে ভেটো দিতে পারেন। ধরুন কংগ্রেসে কোন বিল উপস্থাপন করা হয়েছে তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যদি সেটি প্রত্যাখ্যান করে এবং কংগ্রেস অধিবেশন শেষ হয় তাহলে সেটি বাতিল হয়ে যায়।
অর্থনীতির বাজেট
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বার্ষিক বাজেট পরিকল্পনা কংগ্রেসে উপস্থাপন করে থাকেন। অর্থাৎ নতুন করে যখন বাজেট করা হয় তা কার্যকর ও পরিপূরক ব্যয় বরাদ্দের দাবি শুধুমাত্র প্রেসিডেন্ট কংগ্রেসের উপস্থাপন করতে পারেন।
এবার বিচার বিভাগীয় ক্ষমতার মধ্যে একজন প্রেসিডেন্ট কি কি কাজ করতে পারেন এবার সেই বিষয়ে জানবো:-
৩. বিচার বিভাগীয় ক্ষমতা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিচার বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তিনি সাধারণত বিচারক নিয়োগ থেকে শুরু করে অনেক কিছুই করে থাকেন। যেমন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ দিয়ে থাকেন। তবে তিনি নিয়োগ দিলেও অপসারণ করতে পারেন না।তাছাড়া রাষ্ট্রপতি ফেডারেল অপরাধের দোষী ব্যক্তিদের সাজা মওকুফ করতে পারেন তার বিশেষ ক্ষমতা বলে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই ক্ষমতা গুলো ছাড়াও আরো কিছু অতিরিক্ত ক্ষমতার রয়েছে। যেমন বিশ্বের কোথাও যুদ্ধ লাগলে সেখানে হস্তক্ষেপ করা, নিজেদেরকে বিশ্ব মোড়ল হিসেবে টিকিয়ে রাখা, ও আমেরিকার অর্থনীতি কিভাবে ভালো অবস্থানে রাখা যায় এই বিষয়ে সঠিক পরিকল্পনা নিশ্চিত করা।তাছাড়া মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কিত আরো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো:
প্রশ্ন ১: মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতি কে?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
প্রশ্ন ২: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় নাম কি?
উত্তর: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়ের নাম হোয়াইট হাউস।
প্রশ্ন ৩: মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগ করেন কে?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভেটো ক্ষমতা প্রয়োগ করেন।
প্রশ্ন ৪: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদকাল কত?
উত্তর: চার বছর।