গার্মেন্টস হেলপার এর কাজ কি। গার্মেন্টস এর হেলপারের বেতন কত

গার্মেন্টস হেলপারের কাজ কি


গার্মেন্টসে যারা কাজ করে থাকেন তারা জানেন যে এখানে অনেক হেল্পারের প্রয়োজন হয়ে থাকে। গার্মেন্টসে যে সকল কাজ করা হয় হেলপারের কাজ হচ্ছে অন্যান্য কর্মীদের সাহায্য সহযোগিতা করা। তাছাড়াও এখানে তাদের আরো নির্দিষ্ট কিছু কাজ রয়েছে। আজকের পোস্টে গার্মেন্টস হেলপারের কাজ কি ও গার্মেন্টস হেলপারদের বেতন কত এই বিষয়ে জানানোর চেষ্টা করা হবে। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক:-


গার্মেন্টস হেলপার এর কাজ কি 


যারা হেলপার রয়েছে তাদের কাজই হচ্ছে অন্যদেরকে সহযোগিতা করা। বিশেষ করে গার্মেন্টসে যারা কাজ করে থাকেন এবং প্যাকিং সেকশনে যারা আছেন তাদের দিয়ে প্যাকিং জাতীয় অনেক কাজ করা হয়। এই সকল কাজ ছাড়াও গার্মেন্টসের হেলপারদের অনেক কাজের সুযোগ রয়েছে যেমন:- কাটিং সেকশনে, সুইং সেকশনে, ডাইং সেকশনে, ওয়াশিং সেকশনে, আরো অনেক সেকশনে হেল্পাররা কাজ করে থাকেন। 


যারা কাটিং সেকশনে কাজ করে থাকেন তারা সাধারণত ফেব্রিক নাম্বারিং করে থাকেন। সুইং সেকশনে যে সকল হেলপাররা কাজ করে থাকেন তারা কাপড় সুইং শেষ হলে কাপড়কে বিভিন্ন জায়গায় স্থানান্তর করে এবং বাড়তি সুতা গুলো হেল্পারদের দিয়ে কাটানো হয়ে থাকে। 


ওয়াশিং সেকশনে যে সকল হেলপাররা কাজ করে থাকেন তাদেরকে কেমিক্যাল আনার জন্য বলা হয়ে থাকে ক্যামিকেল শেষ হয়ে গেলে। ডাইং সেকশনে যে সকল হেল্পাররা কাজ করে থাকেন তারা ফেব্রিক মেশিনে ঢুকানো ফেব্রিক মেশিন থেকে বের করা ইত্যাদি এই সকল কাজ করে থাকেন। 



গার্মেন্টসের হেলপারের যোগ্যতা 


গার্মেন্টস হেল্পারের যারা কাজ করে থাকেন অনেকেই বলেন যে হেল্পার হতে হলে কোন যোগ্যতা লাগবে কিনা। অতীতে কোন ডকুমেন্ট না লাগলেও এখন অনেকের ক্ষেত্রে জেএসসি সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে। তবে যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা একই স্থান থেকে অন্য স্থানে গেলে কোন ধরনের বাড়তি ডকুমেন্ট লাগেনা। এক্ষেত্রে শুধুমাত্র জাতীয় পরিচয় পত্রের ফটোকপি হলেই হয়। 



গার্মেন্টস হেলপারের বেতন কত হয়ে থাকে?


অতীতে গার্মেন্টস হেলপারদের বেতন ৭ হাজার টাকা থাকলেও এখন কিছুটা বেতন বাড়ানো হয়েছে। বর্তমানে গার্মেন্টস হেলপারদের বেতন ৮ হাজার থেকে ১২ হাজার টাকার মধ্যে হয়ে থাকে। যে সকল হেলপাররা অনেক বেশি অভিজ্ঞতা সম্পূর্ণ তাদের বেতন এদের থেকে আরও বেশি হয়ে থাকে। 



গার্মেন্টস হেলপারের চাকরির জন্য কি কি ডকুমেন্ট লাগবে?


নিরাপত্তার জন্য গার্মেন্টস হেলপারের চাকরির জন্য কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে। এই ডকুমেন্টগুলো আপনি যেখানে কাজ করুন না কেন সেখানেই লাগবে। যেমন:-


১. হেল্পারদের ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি ও দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি লাগবে। 


২. চাকরিপ্রার্থী ব্যক্তির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি লাগবে এবং যদি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি না থেকে থাকে তাহলে জন্ম নিবন্ধন সনদ দিতে হবে। 


৩. অবশ্যই নাগরিক সনদপত্র লাগবে। 



উপসংহার: আশা করি ইতিমধ্যে গার্মেন্টস হেলপারের কাজ কি ও গার্মেন্টস হেলপার কাজের যোগ্যতা কেমন লাগবে এই বিষয়ে পরিপূর্ণ ধারণা পেয়ে গিয়েছেন। তারপরেও যদি এই বিষয়ে কোন কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন