প্রবাসী কল্যান ব্যাংক লোন আবেদন ২০২৪

 

Probas kollan bank lon


আসসালামু আলাইকুম প্রবাসী ভাইদের জন্য সুখবর, প্রবাসী ভায়েরা যারা প্রবাসী কল্যান ব্যাংক থেকে লোন নিতে চান আজকের পোষ্টটি তাদের জন্য। 


তাহলে চলুন জেনে নেওয়া যাক কি ভাবে প্রবাসী লোন নিবেন।



প্রবাস কল্যান ব্যাংক থেকে লোন নেওয়ার নিয়ম ২০২৪ 
প্রবাস কল্যান ব্যাংক লোন নিতে কি কি লাগে 



প্রবাসী কল্যান ব্যাংক থেকে লোন নিতে হলে অবশ্য আপনাকে নিকট বর্তী শাখার সাথে যোগাযোগ করতে হবে।এবং কি কি কাগজ পত্র লাগবে অবশ্য জানতে হবে।



লোন নিতে হলে আপনাদের যে সকল কাগজপত্র লাগবে তা হলো:- 


# জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। 

# দুজন জামিনদারের জাতীয় পরিচয় পত্রের   

   ফটোকপি। 

# চার কপি পাসপোর্ট সাইজের ছবি। 

# জামিনদারের এক কপি ছবি।

# পাসপোর্ট এর ফটোকপি। 

# ভিসার ফটোকপি 

# জমির দলিল বা পর্চার ফটোকপি। 

# ব্যাংক স্টেটমেন্ট এবং বিদ্যুৎ বিল এর কাগজের   

  ফটোকপি 

# এবং নাগরিক সনদ এর কপি লাগতে পারে।


প্রবাস লোন নিতে হলে উপরে সকল কাগজপত্র গুলো প্রয়োজন হবে। 


এছাড়া আপনাকে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে হলে অবশ্যই অনলাইনের মাধ্যমে ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ করার পরে সেটা নির্দিষ্ট আশেপাশে যে কোন শাখায় জমা দিতে হবে। 


প্রবাস কল্যাণ ব্যাংক কত টাকা ঋণ দেয় 


প্রবাসী কল্যান ব্যাংক ১ লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে। 

তবে ব্যাংক কর্মকর্তা আপনার বাড়িতে গিয়ে ভিজিট করার পর। আপনি কত টাকা নেয়ার যোগ্য অনুপাতে ব্যাংক কর্মকর্তা লোন দিয়ে থাকে। 


এছাড়া যারা বিদেশে কর্মরত রয়েছে তাদের ক্ষেত্রে লোন সিলিং বৃদ্ধি করতে পারে। 



এছাড়া আপনারা চাইলে যারা বিদেশ যেতে চান তারাও প্রবাস কল্যান ব্যাংক থেকে ঋণ নিতে পারেন। এবং যারা অবস্থান করছেন তারাও এই লোন নিতে পারেন। 



প্রবাস কল্যান ব্যাংক লোন আবেদন ২০২৪


প্রবাস কল্যাণ ব্যাংক থেকে লোন আবেদন করতে হলে অবশ্যই আপনাকে অনলাইনে লোনের আবেদন করতে হবে। এটা চাইলে আপনি আপনার মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের দোকান গিয়ে আবেদন করতে পারেন। লোন আবেদন করতে হলে, প্রবাস কল্যাণ ব্যাংক ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এবং এই সাইটে প্রকাশ করার পর আপনাকে সঠিক তথ্য দিয়ে ফার্মটি পূরণ করতে হবে। 


তারপর আপনাকে ফরমটি প্রবাস কল্যাণ ব্যাংকের শাখাইত জমা দিতে হবে। 

এবং তারপর ব্যাংক কর্মকর্তারা আপনার বাসায় গিয়ে যাচাই-বাছাই করার পরে তারপর আপনাকে লোন প্রদান করবে। 


প্রবাস কল্যাণ ব্যাংক লোনে কি কি সুবিধা 


প্রবাস কল্যাণ ব্যাংক লোনে বেশ কিছু সুবিধা আপনি পেয়ে থাকবেন। পারবে তো অন্যতম হলো লোন মেয়াদ বেশি পাবেন। যেমন সাধারণ লোন এক বছর বা দেড় বছর হয়ে থাকে। তবে প্রবাস কল্যাণ ব্যাংক থেকে লোন নিলে আপনি তিন বছর দুই বছর মেয়াদ পেতে পারেন। এছাড়া লাভের পরিমান অনেক কম। 





আমাদের শেষ কথা :- উপরের পোস্টটি পড়ে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে প্রবাস কল্যাণ ব্যাংক থেকে লোন আবেদন করবেন। এছাড়া প্রবাস কল্যাণ ব্যাংকের লোন সম্পর্কে যে কেনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করুন। আশা করি আপনার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন