বাংলাদেশে বেকার সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে কেনো/Why is unemployment problem increasing day by day in Bangladesh?
প্রাপ্ত বয়স্ক হয়ে ও কেনো কাজ না পাওয়া কে বেকারত্ব বলে।বাংলাদেশে অধিক জনসংখ্যা করাণে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। দেশে শিল্প কলকারখানা প্রসার হচ্ছে না, এর ফলে দিন দিন বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ উন্নয়নশীল হবার কারণে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারছেনা, দেশের অর্থনৈতিক সমৃদ্ধ না হলে শিল্পয়ন করা সম্ভব নয়। যার ফলে বাংলাদেশের বেকার সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এশিয়া মহাদেশের ভিতর বাংলাদেশের আয়তনের নবম। এবং এদেশের জনসংখ্যা ২০কোটির ও বেশি। যা একটি দেশের আয়তন এর তুলনায় অনেক বেশি।
দেশের জনসংখ্যা বৃদ্ধি পেলেও দেশের আয়তন ও অর্থনৈতিক অবকাঠামো বৃদ্ধি পাচ্ছে না।
এসব কারণে বাংলাদেশের বেকার সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
আমাদের শেষ কথা : আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশের বেকার সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেনো,এছাড়া এ সম্পর্কে আরো কিছু জানার থাকলে অবশ্য আমাদের কে কমেন্ট করে জানবেন, আশা করি আপনাদের সঠিক উওর দেবার চেষ্টা করবো।