বেকার ভাতা প্রদান কোন রাষ্ট্রের বৈশিষ্ট্য

 বেকার ভাতা প্রদান কোন রাষ্ট্রের বৈশিষ্ট্য

The provision of unemployment benefits is characteristic of any state





বেকার ভাতা প্রদানের উন্নত রাষ্ট্রের বৈশিষ্ট্য। উন্নত রাষ্ট্রগুলো বেকারদের ভাতা প্রদান করে থাকে। তবে বেকার ভাতা গুলো কারা পাওয়ার উপযোগী। শুধুমাত্র  বেকার হলেই  কি বেকার ভাতা পাওয়া যাবে। তা কিন্তু না, বেকার হলে কিছু শর্ত থাকা লাগবে। যারা শিক্ষিত বেকার, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বেকার ঘুরে বেড়াচ্ছে। এছাড়া চাকরিরত ছিল বর্তমান কোনক্রমে চাকরি হারিয়ে ফেলেছে। তাদের ক্ষেত্রে বেকার ভাতা দেওয়া হয়।


তবে উন্নত রাষ্ট্রগুলোর সবাইকে বেকার ভাতা দেয়া হয়। তবে চলুন জেনে নেওয়া যা,  বেকার ভাতা প্রদানের কোন রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে :-



বেকার ভাতা প্রদানে রাষ্ট্রের বৈশিষ্ট্য 


বেকার ভাতা প্রদানের নির্দিষ্ট কয়েকটি বৈশিষ্ট্য থাকে। নিচে তা কয়েকটি ধাপে ধাপে দেয়া হলঃ  


ধাপঃ ১:- রাষ্ট্র সর্বদা ব্যক্তিস্বাতন্ত্র্য 


অধিকার স্বীকার ও সংরক্ষণ করে। 



ধাপঃ ২:- রাষ্ট্র ও সমাজের মঙ্গলের জন্য সমাজের নিরাপত্তা রক্ষণাবেক্ষণ  জোরদার করে।


ধাপঃ ৩:- খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা সেবা প্রদান নিশ্চিত করা। 



ধাপঃ ৪:- রাস্তাঘাটে এতিমখানা সরাইখানা ভর্তুকি প্রদান করে। 



ধাপঃ ৫:-  বেকার ভাতা অবসরভাতা প্রতিবন্ধী ভাতা প্রদান  করে। 



ধাপঃ ৬:-  কৃষক শ্রমিকদের স্বার্থ রক্ষা করা।



বেকার ভাতা প্রদানে কল্যাণমূলক(উন্নত) রাষ্ট্রের  বৈশিষ্ট্য। যে রাষ্ট্র জনগণের কথা ভেবে তাদের উন্নয়ন মূলক কজ করে থাকে সেটা কল্যান মূলক রাষ্ট্রের কাজ।


লেখাপড়ার খরচ বহন করে। বেকার দের ভাতার ব্যবস্থা করা।সবার কর্মসংস্থান সৃষ্টি করা।




আমাদের শেষ কথা :- আশা উপরের পোষ্ট টি পড়ে নিশ্চিত বুঝতে পেরেছেন বেকার ভাতা প্রদান কোন রাষ্ট্রের বৈশিষ্ট্য। এছাড়া এ সম্পর্কে কেনো প্রশ্ন থাকলে অবশ্য আমাদের কে কমেন্ট করে জানবেন আশা করি আপনাদের সঠিক উওর দেবার চেষ্টা করবো।  




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন