সোনালী ব্যাংক লোন / Sonali Bank Loan
সোনালী ব্যাংক এটা সরকারি, আর্থিক লেনদেনের মাধ্যমে জনগণের সেবা দিয়ে আসছে সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক শুধুমাত্র আর্থিক লেনদেন করে থাকেনা এটা আমাদেরকে লোন ও দেয়।তাহলে চলুন জেনে নিই সোনালী ব্যাংক লোন সম্পর্কে :-
ছোট ব্যবসা প্রকল্প, প্রতিষ্ঠান, প্রবাস, সোনালী ব্যাংক ঋণ
নিজে প্রচালিত ছোট ব্যবসা, মাঝারি ব্যবসা হোটেল রেস্টুরেন্টে, ওয়ার্কশ, গার্মেন্টস, ফার্মেসি, সুইট ভান্ডার, ভুসিমালের ব্যবসা, স্টকের ব্যবসা, ইলেকট্রনিক্স, ছাপাখানা, এসকল প্রতিষ্ঠানগুলোতে সোনালী ব্যাংক ঋণ দিয়ে থাকে। এছারা আরও বড় বড় ঋণ দিয়ে থাকে সেসব অনেকগুলো বড় বড় ব্যবসা বিজনেস ম্যান। শেয়ারহোল্ডারদের, আবাসন প্রকল্পের ঋণ দিয়ে থাকে।
সোনালী ব্যাংকের ঋণের সিলিং ২০২৩
সোনালী ব্যাংক আপনার সর্বনিম্ন 50 হাজার টাকা ঋণ দিয়ে থাকে। সর্বোচ্চ 5 কোটি টাকা পর্যন্ত। এক্ষেত্রে নির্ভর করে গ্রাহকের উপর, কারণ কত টাকা ঋণ গ্রহণ করতে সক্ষম গ্রাহক। একজন গ্রাহকের মাসিক আয় কত টাকা, এছাড়া তাঁর জমিজমা এবং কত টাকার সম্পত্তি রয়েছে সবকিছুর উপর নির্ভর করে একজন গ্রাহকের ঋণ দেয়া হয়। তাই সোনালী ব্যাংক একজন গ্রাহক কত টাকা আয় করে তার উপর নির্ভর করে ঋণের পরিমাণ বাড়ায়।
সোনালি ব্যাংকে লোন নিতে হলে কি কি যোগ্যতা লাগে
যোগ্যতা বলতে আপনার বোঝনো হয়েছে, আবশ্য আপনার বাংলাদেশের স্থানীয় বাসিন্দা হতে হবে। আইডি কার্ড থাকতে হবে।
সোনালী ব্যাংকে লোন আবেদন করতে কি কি কাগজ পত্র প্রয়োজন
লোনের আবেদন করতে হলে অবশ্যই আপনাকে সোনালী ব্যাংকে একাউন্ট থাকতে হবে। এছাড়া আপনার কিছু কাগজপত্র প্রয়োজন সেগুলো হলো:-
১ নং:- আপনার স্মার্ট কার্ডের ফটোকপি,
২ নং:- পাসপোর্ট সাইজের ছবি,
৩ নং:- দুইজন জামিনদার আইডি কার্ডের ছবি,
৪ নং:- ব্যাংক স্টেটমেন্ট,
৫ নং :- বিদ্যুৎ বিলের কাগজ,
৬ নং:- জমির পর্চা বা দাগ নাম্বার ফটোকপি।
উপরের সকল তথ্য সঠিক থাকলে আপনি লোন এর জন্য আবেদন করতে পারবেন।
সোনালি ব্যাংক কর্মকর্তা আপনার সকল ডকুমেন্টস চেক করবে,এবং আপনি বাড়ি দেখবে সব কিছু সঠিক থাকেলে আপনার লোন আবেদন টা সোনালী ব্যাংকের ম্যানেজার এপ্রুভাল দিবে।
আমাদের শেষ কথা :- উপরের পোস্টটি পড়ে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সোনালী ব্যাংকের লোন আবেদন। এছাড়া এ সম্পর্কে আপনাদের কোন প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের সঠিক উত্তর দেয়ার চেষ্টা করব।
হানিপহোসেন
উত্তরমুছুন