কর্মসংস্থান ব্যাংক লোন

 

কর্মসংস্থান ব্যাংক লোন Employment Bank Loan Procedure



Employment Bank Loan Procedure



এছাড়া কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নেয়ার পদ্ধতি সম্পর্কে জানতে চান। আজকের পোস্টটি তাদের জন্য, তাহলে চলুন জেনে নেওয়া যাক কর্মসংস্থান ব্যাংক লোন পদ্ধতি সম্পর্কে :-




কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিতে হবে অবশ্যই আপনাকে লোন এর প্রয়োজনীয়তা তা দেখাতে হবে। মূল কথা বলতে গেলে আপনি  কোন খাতে ব্যয় করছেন সেটা দেখাতে হবে।আপনি যদি প্রবাসে যেতে চান, গরুর খামার, বা কেনো  ছোটখাটো ব্যবসা করতে চান, এ সকল কাজের সকল ডকুমেন্টস দেখিয়ে আপনি কর্মসংস্থান ব্যাংক থেকে লোনের জন্য আবেদন করতে পারেন। 




কর্মসংস্থান ব্যাংক দিচ্ছে  জামানত ছাড়া ৫ লক্ষ টাকা ঋণ 



বাংলাদেশের বেকারত্ব কমাতে কর্মসংস্থান ব্যাংক দিচ্ছে জামানার ছাই ৫ লক্ষ টাকা ঋণ।এখানে চাইলে যে কোন গ্রাহক ২০,০০০ থেকে ৫ লক্ষ টাকা ঋণ নিতে পারে। তবে এ লোনটি তারাই পাবে যাদের সরকারি বা বেসরকারি প্রশিক্ষণ গ্রহণ করা আছে।





কর্মসংস্থান ব্যাংক লোন আবেদন পদ্ধতি 



কর্মসংস্থান ব্যাংক থেকে লোন এর আবেদন করতে হলে আপনার নিকটবর্তী  কর্মসংস্থান ব্যাংকের শাখার যেতে হবে। সেখানে ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা বলতে হবে। এছাড়া আপনি কত টাকা নিবেন সেটা তাদের সাথে পরামর্শ করতে হবে। তারপর আপনি আপনার সমস্ত ডকুমেন্টস তাদেরকে দেখাবেন। এবং লোনের জন্য আবেদন করবেন। 

এরপর আপনার সকল নথিপত্র ব্যাংক কর্মকর্তারা পর্যবেক্ষণ করে। তারপর কর্মসংস্থান ব্যাংক থেকে লোন পেতে পারেন। 




কর্মসংস্থান থেকে লোন নিতে কি কি যোগ্যতা লাগে 



কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিতে অবশ্যই আপনার যোগ্যতা লাগবে। এক্ষেত্রে আপনার অবশ্যই পঞ্চম শ্রেণি পাশ হতে হবে। বাংলাদেশ নাগরিক হতে হবে। বয়স ১৮ থেকে ৩৫ ভিতর হতে হবে। 

এছাড়া আপনাকে সমাজসেবা, যুব উন্নয়ন, মৎস্য অধিদপ্তর, এছাড়া সরকারী যে কোন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। 



কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিতে কি কি কাগজপত্র লাগে 



কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিতে হলে আপনার কিছু কাগজপত্র প্রয়োজন হয়। 


  • ভোটার আইডি কার্ড ফটোকপি 

  • পাসপোর্ট সাইজের ছবি 

  • নাগরিক সনদপত্র

  • যেকোনো ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট 

  • জমির পর্চার ফটোকপি ও

  • বিদ্যুৎ বিলের কাগজ 



 কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিতে হলে অবশ্যই আপনার উপরের সকল ডকুমেন্টগুলো থাকতে হবে। এ সকল ডকুমেন্ট ব্যতীত আপনি কখনো কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিতে পারবেন না।



কর্মসংস্থান ব্যাংক  লোন নিতে কি জামিনদার লাগে




কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিতে হলে অবশ্যই আপনাকে জামিনদার দিতে হবে । এ ব্যাংক থেকে ঋণ নিতে হলে দুই জন  জামিনদার দিতে হয়।

জামিনদার এমন হতে হবে যে  এলাকার স্থায়ী বাসিন্দা ঋণ পরিশোধ করতে সক্ষম। এখানে পরিবারের ভিতর হলে বাবা, মা, ভাই,  চাচা, জামিনদার হতে পারে, সরকারি বা বেসরকারি কর্মকর্তারাও জামিনদার হতে পারে। একটি জেলার স্থায়ী বাসিন্দা যে কোন গ্রাহকের জামিনদার হতে পারে। 




কর্মসংস্থান ব্যাংকের লোনের সুদের পরিমাণ কত 



কর্মসংস্থান ব্যাংকে  সুদের পরিমাণ খুবই কম। কর্মসংস্থান ব্যাংকে ৮% হারে সুদ। তবে ঋণ চলাকালীন সময়ে আপনি যদি নিয়মিত কিস্তি দিতে ব্যর্থ হন। সে ক্ষেত্রে আপনার কাছ থেকে ১০% হারে সুদ নিবে। আর আপনি যদি নিয়মিত কিস্তি প্রদান করেন। তাহলে ৮% সুদ। 




কর্মসংস্থান ব্যাংক অনলাইনে ঋণের আবেদন 



আপনারা চাইলে অনলাইনে মাধ্যমে কর্মসংস্থান ব্যাংকের লোনের আবেদন করতে পারেন। 

বর্তমান সময়ে আপনি বাংলাদেশের যে কোন প্রান্তে বসে অনলাইনের মাধ্যমে সমস্ত কাজ করতে পারেন। অনলাইনে লোনের আবেদন করলে, কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তারা আপনার সাথে সাত থেকে ত্রিশ কর্ম দিবসের ভিতরে যোগাযোগ করবে। এবং আপনার সকল ডকুমেন্টস  ভেরিফাই করার পর যদি সঠিক হয়। তাহলে আপনার লোন আবেদন ফরম নিশ্চিত করবে।



কর্মসংস্থান ব্যাংকের কি সরকারি?



কর্মসংস্থান ব্যাংক স্বায়ত্তশাসিত। তবে এই ব্যাংকটি সম্পূর্ণ বেকার যুবক উদ্যোক্তাদের জন্য,ঋণ প্রদান করে থাকে।





কর্মসংস্থান ব্যাংকের অনলাইনে দিনের আবেদন কিভাবে করবেন 



  • কর্মসংস্থান ব্যাংকের অনলাইনে সার্ভারে প্রবেশ করবেন।

  • গ্রাহক যে প্রজেক্টের উপর লোন নিবে সেই প্রজেক্ট সিলেক্ট করবেন। 

  • গ্রাহকের আইডি কার্ড অনুযায়ী নাম ঠিকানা সকল তথ্য সুন্দরভাবে পূরণ করতে হবে।

  • পাঁচ নাম্বার ঘরে গ্রাহকের আইডি নাম্বার দিতে হবে ।

  • সব সময় খোলা থাকে এমন একটি নাম্বার দিতে হবে।

  • গ্রাহক সর্বোচ্চ ৫ লক্ষ টাকা জামানত বিহীন ঋণ নিতে পারবে। এর বেশি  হলে অবশ্যই জামানত দিতে হবে।

  • ৬ নাম্বার কোড এ গ্রাহকের পিতা মাতার সকল তথ্য দিতে হবে।

  • এরপরে গ্রাহকের স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা প্রদান করতে হবে আইডি কার্ড বা পাসপোর্ট এর ঠিকানা অনুসারে ।

  • একজন জামিনদারের তথ্য দিতে হবে।

  • জামিনদার আইডি কার্ডের নাম্বার দিতে হবে।

  • সর্বশেষ আপনাকে , যে ঘরটি পূরণ করতে হবে এটি সবথেকে গুরুত্বপূর্ণ। এখানে আপনি যে প্রজেক্টের জন্য ঋণ   নিতে চাচ্ছেন। তার সকল বিবরণ তুলে ধরতে হবে। 





আমাদের শেষ কথা :- উপরের পোস্টটি পড়ে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আত্মকর্মসংস্থান ব্যাংক থেকে লোনের আবেদন সম্পর্কে, এছাড়া এ সম্পর্কে যদি কোন প্রশ্ন থেকে থাকে। অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। 




1 মন্তব্যসমূহ

  1. আচছা আমি যদু লোন নেই তাহলে টাকাগুলো কিভাবে পরিশোধ করবো।আর শতকরা হিসেবে ৮ টাকা সুদ দিতে হবে?

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন