মাতৃকালীন ভাতা ২০২৪

 


Maternity Allowance 2023



বর্তমান বাংলাদেশ সরকার, গর্ভবতী মায়েদের মাতৃকালীন ভাতা প্রদান করছে, বাংলাদেশ এখন ওর অসংখ্য হতদরিদ্র মানুষ বসবাস করে। যারা অর্থের অভাবে, শিশুদের লালন পালন করতে পারে না, এ কারণে বাংলাদেশ সরকার মাতৃকালীন ভাতা, চালু করেছে। বাংলাদেশ সরকার মাসিক ৮০০ টাকা হারে ছয় মাস অন্তর, চার বার বা ২৪ মাসে প্রদান করবে।এ সম্পর্কে আরও তথ্য পেতে, এছাড়া মাতৃকালীন ভাতা আবেদন করার জন্য নিচের পোস্টটি সম্পূর্ণ পড়ুন। 





মাতৃকালীন ভাতা কারা আবেদন করতে পারবে 2024




মাতৃ মাতৃকালীন ভাতা পেতে হলে আপনাকে প্রথমত অনলাইনে আবেদন করতে হবে। আর অনলাইনে আবেদন করতে হলে যে সকল তথ্য গুলো লাগবে নিচে তার বিবরণ দেওয়া হলোঃ




ধাপঃ ১৷ মাতৃকালীন ভাতা প্রথম এবং দ্বিতীয় সন্তান এর সময় দেওয়া হয়ে থাকে।



ধাপঃ ২৷ এ ক্ষেএে দারিদ্র্য এবং পতিবন্ধি মা অগ্রধিকার পাবে।


ধাপঃ ৩৷ গর্ভবতী মায়ের বয়স ২০ বছরের বেশি হতে হবে।



ধাপঃ ৩৷ মাসিক আয় ২০০০ নিম্নে। 



ধাপঃ ৪৷ নিজস্ব জমিজমা নাই যাদের।


ধাপঃ ৫৷ গর্ভবর্ত সময় কাল চার থেকে পাঁচ মাস হতে হবে।


উপরের শর্ত অনুযায়ী সকলে আবেদন করতে পারবেন। কারণ মাতৃকালীন ভাতা পেতে হলে উপরের শর্ত অনুযায়ী হতে হবে।




মাতৃকালীন ভাতা অনলাইনে আবেদন ২০২৪ / গর্ভবর্তী মায়ের সরকারি ভাতা / গর্ভবর্তী কার্ড করতে কি কি লাগে



কি ভাবে মাতৃকালীন ভাতা অনলইনে আবেদন করেবেন নিচে তা দেওয়া হলোঃ


ধাপঃ ১৷ উপজেলা স্বাস্থ্য পঃ পঃ বা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে থেকে প্রসূতি/ গর্ভবর্তী প্রতয় পএ নিতে হবে।



ধাপঃ ২৷ স্বামী স্ত্রী ৪ কপি করে আট কপি ছবি।



ধাপঃ ৩৷ নাগরিক সনদ পএ।



ধাপঃ ৪৷ আইডি কার্ডের ফটোকপি। 



ধাপঃ ৫৷ অনলাইনে আবেদন ফরম পূরন করতে হবে।



ধাপঃ ৬৷ গর্ভবর্তী মায়ের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা মোবাইল ব্যাংককিং এর নাম্বার, এটা অবশ্য নিজের নামে হতে হবে।




এ সকল ডকুমেন্টস নিয়ে ইউনিয়ন পরিষদে জমা দিতে হবে।



মাতৃকালীন ভাতার আবেদন ফরম / গর্ভবর্তী ভাতার আবেদন ফরম২০২৪


সকল ডকুমেন্টস ইউনিয়ন পরিষদে জমা দেবার পর চেয়ারম্যান, উপজেলা কমিটির সভাপতি এবং সদস্য বৃন্দ দেখার পর সমস্ত ডকুমেন্টস এর সত্যতা যাচাই বাছাই করবে, এবং তার পর মাতৃকালীন ভাতার আবেদন ফরম পূরন হবে। 




অনলাইনে গর্ভবর্তী কার্ড করার নিয়ম / ফরম পূরণ করার নিয়ম ২০২৪ / শিশু ভাতা আবেদন ফরম 




অনলাইনে আবেদন করতে হলে আপনাকে সকল ডকুমেন্টস নিয়ে নিচের ফরম টি সঠিক ভাবে পূরণ করতে হবে।

Maternity Allowance 2023







মাতৃকালীন ভাতা কত টাকা / গর্ভবর্তী ভাতা কত টাকা ২০২৪


মাতৃকালীন কত টাকা ভাতা পেয়ে থাকেন। এখন আমরা সেটাই জানবো।বাংলাদেশ সরকার প্রতি মাসে ৮০০৳ করে ছয় মাস অন্তর, চার বারে বা ২৪ মাসে প্রদান করে থাকে।



দালাল চক্রে থেকে সাবধান / মাতৃকালীন ভাতার নামে চিটারি২০২৪


বাংলাদেশ সরকার গর্ভবর্তী মায়েদের নগত টাকা প্রদান করে, এজন্য এখানে দালাল এর অভাব নাই, আপনাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করবে। তাই এ দিক থেকে খুবই সচেতন থাকবেন।




আমাদের শেষ কথাঃ উপরের পোষ্ট টি পড়ে আপনি জানতে পেরেছেন কি ভাবে মাতৃকালীন ভাতা আবেদন করবেন,এছাড়া এ সম্পর্কে কেনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানবেন আশা করি সঠিক উওর দেবার চেষ্টা করবো।  






একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন