কিভাবে ভোটার তালিকা ডাউনলোড করব



ভোটার তালিকা দেখার উপায় ২০২৩



যে বা যারা প্রাপ্তবয়স্ক কিংবা যাদের বয়স ১৮ বছর হয়েছে তারা নিশ্চয়ই ভোটার আইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয় পত্র করার জন্য ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে আপনার নাম লিখিয়েছেন। ভোটার তালিকা অনেক গুরুত্বপূর্ণ একটি তালিকা। এই তালিকায় কোন একটি নির্দিষ্ট এলাকার সমস্ত ভোটারের নাম উল্লেখ থাকে। যা থেকে ধারণা পাওয়া যায় যে সেই এলাকায় মোট কতজন ভোটার রয়েছে।

এখন আপনার নিজের ভোটার আইডি কার্ড তৈরি সম্পন্ন হয়েছে কি না তা আপনি কিভাবে জানতে পারবেন? এর জন্য অবশ্যই আপনাকে সদ্য তৈরি ভোটার তালিকা সংগ্রহ করতে হবে এবং সেটা দেখে আপনার জাতীয় পরিচয় পত্র তৈরি হয়েছে কি না তা জানতে পারবেন। বর্তমান যুগে ভোটার তালিকা দেখার একমাত্র সহজ পদ্ধতি হলো অনলাইন ওয়েবসাইট। এ কারণে অনেকে অনলাইনে 'কিভাবে ভোটার তালিকা ডাউনলোড করবো' সম্পর্কে জানতে চান। এর জন্য আপনি আপনার মোবাইল ফোন অথবা ল্যাপটপের সাহায্য নিতে পারেন। 

আসুন জেনে নিই অনলাইনে কিভাবে ভোটার তালিকা ডাউনলোড করা যায়।





কিভাবে ভোটার তালিকা ডাউনলোড করব/কিভাবে ভোটার তালিকা ডাউনলোড করব বাংলাদেশ ২০২৩





কিছু কিছু ক্ষেত্রে সকলেই ভোটার তালিকা বের করে দেখতে পারবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে সকলেই এই সুবিধা টি পাবেন না। যে ভোটার তালিকা গুলো সবাই দেখতে পারবেন না কিংবা ডাউনলোড করতে পারবেন বা সেই ভোটার তালিকা শুধু মাত্র এলাকার চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র, ভোটে নির্বাচন প্রার্থী এর মতন উচ্চ পদ্যস্থ লোক বের করতে পারবে। তবে এর জন্য কিছু প্রদ্ধতিও রয়েছে। যেহেতু এই আর্টিকেলটি সকলের জন্য তাই সব মানুষই 'কিভাবে ভোটার তালিকা ডাউনলোড করব' এই বিষয় সম্পর্কে জানতে পারবেন।


তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে ভোটার তালিকা ডাউনলোড করব,সেটা ধাপ অনুসারে নিচে দেওয়া হলোঃ





 ধাপ ১ঃ ভোটার তালিকা দেখার জন্য আপনি সর্বপ্রথম আপনার মোবাইল ফোনে থাকা যেকোন একটি অনলাইন ব্রাউজার ওপেন করুন এবং একটি নির্দিষ্ট ওয়েবসাইট গুগলে সার্চ করুন। যেখানে ভোটার তালিকা দেখা সম্ভব। ওয়েবসাইট পেলে সেটি ভিজিট করুন। 




ধাপ ২ঃ ওয়েবসাইট টি হলোঃ Bangladesh Gov BD. ওয়েবসাইট টি তে প্রবেশ করার পর সর্বপ্রথম আপনার সামনে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন নামের একটি ওয়েবসাইট আসবে। আপনাকে সেই ওয়েবসাইট টি তে ভিজিট করতে হবে। বাংলাদেশের তথ্য বাতায়ন ওয়েবসাইটে প্রবেশ করার পর ভোটার তালিকা দেখার জন্য নিচে কয়েকটি অপশন আসবে। প্রত্যেক টা অপশন বাংলাদেশের আট টি বিভাগ নিয়ে ভাগ করা থাকবে৷ আপনি এই ৮ বিভাগের অপশনে ক্লিক করে পরবর্তী পেইজে যাবেন।  আট টি বিভাগ‌ অপশনের মধ্যে প্রবেশ করার পর বিভাগসমূহ থেকে আপনি আপনার নিজের বিভাগ সিলেক্ট করবেন এবং ভোটার তালিকা দেখার জন্য পরবর্তী ধাপে যাবেন। 




ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা/ভোটার তালিকা দেখার উপায় ২০২৩





ধাপ ৩ঃ ভোটার তালিকা দেখার এই ধাপে আপনার বিভাগ সিলেক্ট করার পর এখন আপনাকে আপনার জেলা, উপজেলা, ইউনিয়ন সিলেক্ট করতে হবে৷ এখন যদি আপনি আপনার মোবাইলে একসাথে সবকিছু সিলেক্ট করতে না পারেন তাহলে আপনার মোবাইলের ব্রাউজার এর Desktop version ওপেন করবেন নয়তো আপনি একটি একটি করে সিলেক্ট করবেন, সিলেক্ট করার সাথে সাথে নতুন করে পেইজ আসবে আপনার বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন। এভাবে প্রত্যেক টা বিষয় সিলেক্ট করবেন। সব তথ্য সিলেক্ট করার পর আপনার সামনে আপনার ইউনিয়নের একটি ওয়েবসাইট আসবে। সেটা আসার পর আপনি ওই পেইজে মেইন মেনুতে বিভিন্ন তালিকা করে একটি অপশন দেখতে পাবেন।  সেই অপশনে ক্লিক করলে সবশেষে 'চূড়ান্ত ভোটার তালিকা' নামে একটি অপশন দেখতে পাবেন। আপনি চূড়ান্ত ভোটাত তালিকা অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটি পিডিএফ ফাইল আসবে। যেখানে আপনি আপনার যে ওয়ার্ডের ভোটার তালিকা প্রয়োজন সেটি দেখতে পারবেন এবং প্রয়োজনে তা ডাউনলোড করতে পারবেন।





ধাপ ৪ঃ এই পদ্ধতি অবলম্বন করে আপনি ভোটার তালিকা সংগ্রহ করে তা ডাউনলোড করতে পারবেন। কিন্তু ছবি সহ ভোটার তালিকা আপনি অনলাইন থেকে পেতেও পারেন আবার নাও পেতে পারেন। তবে যদি কোন নির্দিষ্ট এলাকার নির্বাচন প্রার্থী অথবা চেয়ারম্যান অথবা কাউন্সিলর অথবা মেয়র অথবা ওয়ার্ড মেম্বার অথচ উচ্চ পদস্থ্য কোনো সরকারি কর্মকর্তা নির্বাচন কমিশন অফিসের ওয়েবসাইটে ভোটার তালিকা দেখার জন্য আবেদন করেন তাহলে একমাত্র তিনিই ছবি সহ ভোটার তালিকা দেখতে পাবেন। প্রয়োজনে তা ডাউনলোড করার মাধ্যমে সংরক্ষণ করতে পারবেন। 




ধাপ ৫ঃ   এছাড়াও আপনার মোবাইল ফোনের বিভিন্ন ওয়েবসাইট বিশেষ করে গুগলে 'কিভাবে ভোটার তালিকা ডাউনলোড করব' কিংবা 'ভোটার তালিকা ডাউনলোড দেওয়া যায় কিভাবে', 'ভোটার তালিকা দেখার উপায়', 'ভোটার তালিকা ডাউনলোড করার উপায়', 'ভোটার তালিকা দেখার নিয়ম', 'ভোটার তালিকা বের করার নিয়ম', 'ভোটার তালিকা ২০২২', 'ছবি সহ ভোটার তালিকা দেখার নিয়ম', 'ইউনিয়ন ভোটার তালিকা ২০২৩' ইত্যাদি সার্চ দিয়ে ভোটার তালিকা ডাউনলোড সম্পর্কে জানতে পারবেন।





ধাপ ৬ঃ আবার অনলাইন ছাড়াও আপনি আপনার এলাকার জনপ্রতিনিধি যেমনঃ চেয়ারম্যান, পৌর মেয়র, ওয়ার্ড মেম্বার, ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য, মহিলা মেম্বার - তাদের কাছ থেকে খুব সহজেই আপনার ওয়ার্ডের ভোটার তালিকা সংগ্রহ করতে পারবেন এবং সেটি দেখতে পারবেন। তারা যখন নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলেন তখন তারা প্রত্যেক জনই সর্বশেষ হালনাগাদ কৃত ভোটার তালিকার একটি সিডি ক্রয় করেছিলেন। তারা যদি সেটি সংরক্ষণ করে থাকেন তাহলে আপনি সহজেই তাদের কাছ থেকে সেটি সংগ্রহ করে আপনার জাতীয় পরিচয় পত্র তৈরির পুরো ব্যাপারটি যাচাই করে নিতে পারবেন।


এছাড়া আপনারা চাইলে এ সম্পর্কে ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন।



শেষ কথাঃ উপরের পোষ্ট টি পড়ে নিশ্চিয় জানতে পেরেছেন কি ভাবে কিভাবে ভোটার তালিকা ডাউনলোড করবেন।এছাড়া এ সম্পর্কে আরোকেনো তথ্য জানতে অবশ্য আমাদের কে কমেন্ট করে জানবেন আমরা আপনাদের প্রশ্নের সঠিক উওর দেবার চেষ্টা করবো।


ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন