ফলের ব্যবসার লাভজনক আইডিয়া

 


ফল আমাদের সবার প্রিয়। আমরা সবাই ফল খেতে ভালো বাসি, আর এই ফলই যদি হয় ব্যবসার মাধ্যম তাহলে তো কথায় নয়। ব্যবসার মধ্যে হলো ফল একটি অন্য তম মাধ্যম। যা বার মাস চলে। 

আমাদের দেশে বার মাস বিভিন্ন ধরণের ফল পাওয়া যাই।আর ফলের ব্যবসা অল্প পুজিতে করা সম্ভব। 

তাহলে চলুন কথা না বাড়িতে এ সম্পর্কে  বিস্তারিত জানি।

 

ফলের ব্যবসা শুরু করার নিয়ম  


বাংলাদেশ সব অঞ্চলে ফল চাষ হয়। ফলের ব্যবসা করে মাসে ৩০থেকে ৪০ হাজার টাকা পযন্ত আয় করা যাই।যা অন্য কেনো ব্যবসাতে সম্ভব নয়।

ফলের ব্যবসার কে তিন ভাগে ভাগ করা হয়।

 

১.পাইকারি ফলের ব্যবসা

 

আমরা পাইপারি ফলের ব্যবসা করতে পারি। পাইকারি ফলের ব্যবসাতে অধিক পরিমাণে লাভ পাওয়া যাই।

আপনি ফল মালিকের কাছে থেকে  ফল ক্রয় করে পাইকারি বিক্রি করতে পারবেন।এতে আপনি ভালো একটা প্রফিড পাবেন। পাইকারি ফলের ব্যবসা।

সাধারনত আপনার কাছে কিছু টাকা পুজি থাকলে আপনি এ ব্যবসা শুরু করতে পারেন।

 

২.ফলের দোকান ব্যবসা

 

আপনি চাইলে ফলের দোকান  দিতে পারেন। এতে আপনার আরো লাভ করতে পারেন।আপনি পাইকারি ফল কিনে এনে  দোকানে খুরচা বিক্রি করতে পারবেন। 

বর্তমান ফলের চাহিদা ব্যাপক।

গ্রামে কিনবা শহরে, সব স্থানে এখন ফলের চাহিদা, আপনি যদি দোকান দিয়ে ফল বিক্রি শুরু করে তাহলে প্রতি দিন ৩/৪ হাজার টাকার ফল বিক্রি করতে পারবেন।

 



বেকার না থেকে ফলের ব্যবসা শুরু করুন।

ভাবচেন কোথায় করবেন।

রেলস্টেশন

বাসস্ট্যান্ডে

হাসপাতালের সমানে,

ফেরিঘাটে করতে পারেন

এ সব স্থানে প্রচুর লোকজন যাতায়াত করে। তা এ সব স্থানে ফলের দোকান দেবার জন্য পারফেক্ট স্থান।

 

৩.হকারি করে ফল বিক্রি

 

আপনি চাইলে দোকান না দিয়ে হকারি করে ফল বিক্রি করতে পারেন। আসলে কোন কাজই ছোট নাই। তাই বেকার না থেকে আজই শুরু করুন।

আপনি এ ব্যবসা ৫হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন, এছাড়া কম টাকায় ও শুরু করতে পারেন।

ভাবছেন এ ভাবে ফল কোথায় বিক্রি করবেন।

ফলি বিক্রি করার জন্য বিভিন্ন স্থান রয়েছে, যেমন ধরেন বাসের ভিতর, ট্রেনের ভিতর স্কুলের সামনে, পার্কের ভিতর, ফেরির ভিতর, হাসপাতালের সমানে এছাড়া বিভিন্ন স্থানে আপনি ফল বিক্রি করতে পারবেন, ফলের ব্যবসা।কররে আপনি প্রতি দিন ২/৩ হাজার টাকা আয় করতে পারবেন

 

ফলের ব্যবসায় লাভ কেমন


আপনি যদি ফলের ব্যবসা ভালো ভাবে করতে পারেন তাহলে মোটা টাকা লাভ পাবেন। এখন কথা হচ্ছে আপনি যে পরিমান ফল সেল দিবেন তেমন লাভ হবে, আপনি ১০০ টাকা কেজি দরে ফল ক্রয় করে ১৫০ টাকা দরে যদি ১০ কেজি ফল বিক্রি করেন তাহলে আপনার ৫০০৳ লাভ হবে, সে ক্ষেত্রে আপনি আপনার সেল যত বাড়াবেন তত বেশি আপনি লাভ করতে পারবেন।

 

অনলাইনে ফলের ব্যবসা

 



এছাড়া আপনি অনলাইনে ফল বিক্রি করতে পারেন, ফেসবুক পেইজ পেজ মাধ্যমে বিভিন্ন অভিনব কৌশল এ ফলের ব্যবসা করতে পারেন।

 

শেষ কথা  - কেনো কাজই ছোট নাই, তাই আপনি যদি ফলের ব্যবসা, করেন, তাহলে অল্প পুজিতে আপনি ব্যবসা করতে পারবেন। এছাড়া আপনি খুবই দূরত্ব সাফল্যের দ্বার প্রান্ত পোঁছাতে পারবেন। 

এছাড়া আপনাদের অন্য কেনো পরমর্শ লাগে আমাদের কে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। 


1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন