ব্লগ করে আয় করুন



ভাবছেন তো অনলাইনে আয়ের কথা বলে সবাই ধোকা দেয়, মিথ্যা কথা বলে, এটা আসলে ভাবা স্বাভাবিকব্যাপার, কারণ অনলাইনে আয়ের কথা শুনে সবাই এগিয়ে আসে, এবং কাজও করে, কিন্তু কাজটি কেউ সম্পূর্ণ করে। তাই তারা ব্যার্থ হয় এবং কাজ থেকে সরে যাই৷ 

সত্যি কথা কি ভাই গাছ লাগিয়ে ফল খাওয়া যায় না, একটু ধোয্য ধরতে হয়। যাই হোক কাজের কথায় আসি।


বর্তমান সমাজ এ সকল শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি  অনলাইনে আয় করতে চাই,



আর এ সময়ে প্রতেক ছেলেমেয়ে র হাতে স্মার্ট ফোন আছে। আর এই ফোন থাকলেই সবাই আয় করতে পারবেন, একদম বিনা ইনভেস্ট এ।

শুধুমাত্র  বুদ্ধি  কে কাজে লাগিয়ে। 

আর আপনাদের সবার দ্বারা সম্ভব। 

তাহলে চলুন জেনে নেওয়া যাক ব্লগ কি ? ব্লগ শব্দটি ওয়েব ব্লগ এর সংক্ষিপ্ত রূপ  
সাধারণত ব্লগ বলতে লেখালিখি বোঝাই, ওনলাইনে  লেখালিখি বা দিন লিপি।
আমরা সবাই সৃজনশীল প্রশ্ন সম্পর্কে জানি, আর এটাই হচ্ছে সেটা, এখানে আপনি নিজে প্রশ্ন করবেন এবং নিজেই উওর দিবেন। 
বুঝতে পারছেন না, তাহরে একটা উদারণ দিয়ে বোঝাই,
আচ্ছা আমরা ডিম তো সবাই খাই, আচ্ছা বলুন তো ডিম কেনো খাই, আর ডিম খেলে আমাদের শরীর এ কি কি উপকার করে। 
আশা করি সবাই জানেন।
আর এই প্রশ্ন করে, উওর দেখাই হল ব্লগ।
সহজ বাংলা ভাষাতে আপনাদের বললাম। এছাড়া বিভিন্ন ভাবে অন্যরা আপনাকে বোঝাতে পারে।
আজ আপনাদের সাথে আমি যেটা শেযার করছি এটাও কিন্তু ব্লগ। 

আশা করি ব্লগ এ কি লিখতে হয় তা সবাই শিখছো, এবার ব্লগ কি ভাবে একাউন্ট করবে সেটা সম্পর্কে বিস্তারিত জানাবো। 
প্রথমে আমরা আমাদের স্মার্ট ফোনের ক্রমব্রাউজার এ যাবো, তার পর আমরা গুগলে সার্চ করবো 


১| blogger. Com এই সাইটে প্রবেশ করুন
২| ইমেইল দিয়ে সাইন আপ করুন
৩| create your blog
৪| ব্লগ নাম ও টাইটেল দিন।
আপনার ব্লগ টা সম্পূর্ণ করুন। এবং আপনি পোস্ট করুন, এখন ভাবছেন পোস্ট কি করবেন । আপনি যে বিষয় সম্পর্কে জানেন তা সম্পর্কে লিকুন এবং পোষ্ট করুন ।


এ ভাবে প্রতিনিত ব্রগ এ লিখতে থাকুন,  কম পক্ষে প্রতি দিন একটি করে পোষ্ট করুন।
যারা লেখা লিখি পছন্দ করেন তাদের জন্য খুবই একটা মজার কাজ।


এছাড়া নতুন নতুন টিপস্ পেতে নিচের লিংকে প্রবেশ করুন

http://www.bekarmedia.com/2022/06/1-to-99-tk-bussiness-idea.html


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন