আর আর এফ এনজিও তে নতুন সার্কুলার ২০২২




রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন একটি বেসরকারি  সংস্থা। ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়। দারিদ্র্য দূরীকরণ ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করে। 


১৩০০ ও বেশি জন বল নিয়োগ দিয়েছে আর আর এফ।


আগ্রহী পার্থীগন এখনি আবেদন করতে পারেন, ছেলে, মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন,

 আপনি যদি ডিগ্রি বা অনার্স কমপ্লিট করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এছাড়া এস এস সি পাসেও আবেদন করতে পারবেন। 


নিচে যে সকল পদে আবেদন করতে পারবেন তা হলোঃ


১/ উপ পরিচালক (৩) বয়স অনুরুদ্ধ (৫০) 

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোওর।

২/ সহ কারী পরিচালক (১০) বয়স  অনুরুদ্ধ (৪৫)

শিক্ষা গত যোগ্যতাঃ স্নাতকোওর।

৩/আঞ্চলিক ব্যাবস্থপক(৫০)বয়স অনুরুদ্ধ(৪৫)

শিক্ষা গত যোগ্যতাঃ স্নাতক /স্নাতকোওর।

৪/সহকারী আঞ্চলিক ব্যাবস্থপক (৫০)বয়স অনুরুদ্ধ (৪২)

শিক্ষা গত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোওর।

৫/বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার(৫০) বয়স অনুরুদ্ধ (৪০)

শিক্ষা গত যোগ্যতাঃস্নাতক/স্নাতকোওর।

৬/বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, (১০০)

শিক্ষা গত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোওর

৭/শাখা ব্যাবস্থপক (২০০) বয়স অনুরুদ্ধ (৪০)

শিক্ষা গত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোওর

দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৮/উপশাখা ব্যাবস্থপক(১০০) বয়স অনুরুদ্ধ (৩৫)

শিক্ষা গত যোগ্যতাঃস্নাতক/স্নাতকোওর।

তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

৯/সহকারী শাখা ব্যাবস্থপক(১০০) বয়স অনুরুদ্ধ (৩০)

শিক্ষা গত যোগ্যতাঃস্নাতক/স্নাতকোওর

অভিজ্ঞদের অগ্যধিকার দেওয়া হবে। 

১০/ সহকারী হিসাব রক্ষক (২০০)বয়স (২৫-৩২)

শিক্ষা গত যোগ্যতাঃব্যাবসিক শিক্ষায় স্নাতক/স্নাতকোওর

১১/ক্রেডিট আফিসার(২০০) বয়স(২৫-৩২)

শিক্ষা গত যোগ্যতাঃস্নাতক/স্নাতকোওর

১২/ সার্ভিস স্টাফ (২০০) বয়স (২২-৩০)

শিক্ষা গত যোগ্যতা  কমপক্ষে এসএসসি। 

আবেদনের নিয়ম হলঃ সকল পদের পার্থীগন www.rrf-bd.org/jobs ঠিকানায় ৩-৭-২০২২ তারিখ মধ্যে  আবেদন ফরম পূরণ করতে পারবেন।

আবেদন বাছাই কৃত পার্থীদের তালিকা ও পরিক্ষার সময় সুচি আর আর এফ এর ওয়েব সাইটে জানানো হবে।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন