আজ যে ব্যাবসা টি নিয়ে কথা বলবো সেটা সবাই করতে পারেন, এটা আপনি গ্রামে বা শহরে করতে পারেন,এছাড়া পড়াশুনার পাশাপাশি করতে পারেন,তাহলে এ ব্যাবসা টি আপনার জন্য,
আপনি চাইলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে এ ব্যাবসা শুরু করতে পারেন।
আপনি একটি দোকান নিয়ে, শুরু করতে পারেন।এক থেকে নিরানব্বই টাকার ব্যাবসা।
আপনি আপনার দোকানে যে সকল পন্য রাখবেন তার মূল্য হবে এক টাকা থেকে নিরানব্বই টাকার মধ্যে,
আপনারা ভাবতে পারেন যে এক থেকে নিরানব্বই টাকার মধ্যে কি কি পন্য হতে পারে, আর এতে লাভ কেমন হতে পারে।
আপনারা এ ব্যাবসা করে প্রতি মাসে এিশ থেকে চল্লিশ হাজার টাকা আয় করতে পারবেন।আসুন জেনে নিই আপনার দোকানে কি কি পন্য রাখবেন জেনে নিই।
এক থেকে নিরানব্বই টাকার ব্যাবসা
হেযার ব্যান, ক্লিপ, পায়েল, এছাড়া বিভিন্ন ধরনের গহনা পাওয়া যাই,এছাড়া কুটির শিল্প পন্য পুঁতির সেট, ঝিনুক এর বিভিন্ন পন্য পাওয়া যাই এ সবই ৯৯+ এর পন্য।
এছাড়া প্লাস্টিকের পন্য বিভিন্ন আনুষ্ঠানের কার্ড ফুলদানি, সিরামিকের পন্য ফটোফ্রেম, আইনা, জগ, ছবি সহ মগ বা কাপ,কলম, মার্কার পেন,পেস্নিল,কাটার, রাবার, ডায়েরী, ম্যানিব্যাগ,কলমদানি,ঘড়ি, চাবির রিং, ব্যাগ,
আপনার দোকান যেহেতু ওয়ান টু নাইন প্লাস।
পৃথিবীতে সবাই উপহার নিতে পছন্দ করে,আর এই উপহার ই আমাদের পন্য,
৯৯+ এর পন্য গুলো হল- গলার চেন, আঙটি,কানের, পুতি মালা, ব্যাচলেট,মেহেদী এছাড়া বডি স্প্রে, চিরুনি, নেলপালিশ,মেকাপবক্স,লিপস্টিক ইত্যাদি মেয়েদের বিভিন্ন পন্য যা বলে আপনাকে শেষ করা যাবে না
এছাড়া আপনি বাচ্চাদের স্কুলের ডায়েরি, কলম, রং পেনসিল, খাতা জ্যামিতি সহ আরো অনেক কিছু,
ক্যালকুলেটর,রুমাল ব্রাশ,পেষ্ট,ইয়ার ফোন, চার্জার লাইট সহ আরো অনেক কিছু রাখতে পারেন।
এছাড়া আপনি ফাস্টফুড এর কিছু আইটেম রাখতে পারেন,কাস্টমার এর চাহিদা অনুযায়ী পরিবর্তন করতে পারেন।
আসুন জেনে নিই এসব পন্য কোথায় পাবেন জেনে নিই,
ঢাকা চক বাজারে নবানপুর কাটাবন,গুলিস্তান এ এসব পাবেন এছাড়া বিভিন্ন কোম্পানির কাছে থেকে পাবেন